জাতীয়

পদত্যাগ করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

চিকিৎসকদের দাবির মুখে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। পদত্যাগের গুঞ্জনের খবরে খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সপ্তাহের শুরুতেই তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। ইতোমধ্যে পদত্যাগের সব প্রক্রিয়া তিনি সম্পন্ন করে রেখেছেন।
বৃহস্পতিবার (১৫) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা বলেন, স্যার (মহাপরিচালক) ঊর্ধ্বতন অনেকের সাথেই বিষয়টি নিয়ে পরামর্শ করেছেন। অধিকাংশই স্বেচ্ছায় পদত্যাগের বিষয়ে মতামত দিয়েছেন। সবমিলিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তবে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই স্বাস্থ্য মহাপরিচালক পদত্যাগ করেছেন বলে চিকিৎসক মহলে আলোচনা ওঠে। চিকিৎসকদের আরেকটি সূত্র দাবি করেছে, অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পদত্যাগপত্র বাসা থেকে পাঠিয়ে দিয়েছেন।
জানা গেছে,  বুধবার এবং বৃহস্পতিবার দুই দফায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সমসাময়িক বিষয়ে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টার সঙ্গে দেখা করে কথা বলতে মন্ত্রণালয়ে যান। তবে, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা তার সঙ্গে দেখা করেননি। এ সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞাও সঙ্গে ছিলেন। তবে, তারা কেন সেখানে গিয়েছেন কিংবা পদত্যাগের ব্যাপারে কোনো নির্দেশ পেয়েছেন কি না, তা জানা যায়নি।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

Related Articles

Leave a Reply

Back to top button