পদত্যাগের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন (৪২) পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
আগামী মাসের ৭ ফেব্রুয়ারি তিনি দায়িত্ব থেকে সরে যাবেন। তিনি আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার নেপিয়ারে সাংবাদিকদের বলেন, ৭ ফেব্রুয়ারি হবে তার শেষ অফিস।
জেসিন্ডা আরডার্ন বলেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব কঠিন হওয়ায় আমি সরে দাঁড়াচ্ছি না। যদি এমনটি হতো তাহলে ক্ষমতায় আসার দুই মাস পরই আমি সরে দাঁড়াতাম। আমার মনে হচ্ছে ৬ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে নিজের সবটুকু দিয়েছি। নতুন করে আর কিছু করার নেই। আর এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছি।
জেসিন্ডা জানান, আগামী রোববার পরবর্তী লেবার নেতা নির্বাচন করা হবে। পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। তিনি আশা করেন, তার নেতৃত্বে লেবার পার্টি আবার জয়ী হবে।
এর আগে, ২০২০ সালের নির্বাচনে ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে হারিয়েছিলেন লেবার পার্টির নেতা জাসিন্ডা আর্ডার্ন। সেটি ছিল নিউজিল্যান্ডের ৫৩তম পার্লামেন্ট নির্বাচন।
করোনাভাইরাস মহামারি সফল ব্যবস্থাপনার কারণে জাসিন্ডা দ্বিতীয় মেয়াদে জয় পান। তিনিই ছিলেন নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।