Leadজাতীয়

পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা হাতে সর্বাধিক প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একযোগে পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শন করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে এই ব্যতিক্রমধর্মী প্যারাস্যুটিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকদের তথ্যমতে, ৫৪ জন প্যারাট্রুপারের এই পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শনটি বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাশুটিং আয়োজন হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

১২ হাজার ফুট উচ্চতা থেকে ফ্রি ফল জাম্পে অংশ নেওয়া এই ৫৪ জনের মধ্যে সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমানবাহিনীর ২ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অংশ নেন।

ফ্রি ফল জাম্পে ৪৯ থেকে ৫৪ নম্বরধারী প্যারাট্রুপাররা সুদানে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর নাম বুকে ধারণ করে শ্রদ্ধা জানান। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান এবং ড্রপ জোন কমান্ডারের দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান।

এ ছাড়া বিজয় দিবসের এই অনুষ্ঠানে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আকাশে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই-পাস্ট প্রদর্শন করে। দিবসটি উপলক্ষে একটি বিশেষ বিজয় দিবস ব্যান্ড শোও আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button