রাজকূট

নয়াপল্টনে বিএনপি কেন বাড়াবাড়ি করছে আ. লীগ জানে: কাদের

বিএনপি নয়াপল্টনে বাড়াবাড়ি করছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা কেন বাড়াবাড়ি করছে আমরা জানি।

বুধবার (০৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নয়াপল্টনে বাড়াবাড়ি করছে কেন আমরা জানি। নয়াপল্টনের অফিসে গিয়ে নাকি আশ্রয় নেবে। তারা লাঠি ও আগুন নিয়ে রাস্তায় নামবে। ’

নয়াপল্টনে বিএনপি পুলিশের ওপর হামলা চালিয়েছে দাবি করে কাদের বলেন, ‘একটু আগে খবর পেলাম তারা অফিসের সামনে ১০ তারিখ আসতে না আসতেই পুলিশের ওপর হামলা চালিয়েছে। ’

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না। লাফালাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে, এটি আর জীবিত হবে না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তত্ত্ববধায়ক সরকার মরি গিয়ে গোই, ইবারে অ্যার জেতা করার দরকার কি আছেনি দরকার ইবা মরি গেয়ে গোই। তত্ত্বাবধায়ক মরি গেইয়ে গোঁ। ফখরুল তত্ত্বাবধায়ক কই চিল্লায়। লাভ হবে না। ’

কাদের বলেন, ‘অপেক্ষা করুন খেলা তো হবেই। ফুটবলের মাঠে খেলা হচ্ছে। রাজনীতির মাঠেও খেলা হবে। নির্বাচনে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গীবাদের বিরুদ্ধে খেলা হবে। ’

Related Articles

Leave a Reply

Back to top button