জাতীয়

নড়াইলে হামলার ঘটনায় পুলিশের মামলা; গ্রেফতার ৩

নড়াইলের লোহাগড়া থানার দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় পুলিশ ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে।

গতকাল রোববার রাতে লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান বাদী হয়ে এ মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন,  ‘বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং ২ মন্দিরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাকি আসামিদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে বলেও জানান পুলিশ সুপার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি ওইদিন জুম্মার নামাজের পর মানুষের নজরে আসে।

এরপর বিক্ষুদ্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। বিক্ষুদ্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার ৫-৬টি বাড়িঘর ভাংচুর করেন। এর মধ্যে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স এবং টিনের চালা ভাংচুরসহ ইটপাটকেল ছুঁড়ে বিক্ষুদ্ধরা।

পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related Articles

Leave a Reply

Back to top button