Leadজাতীয়

নৌকায় ভোট দিন, সুখে-শান্তিতে রাখবো: প্রধানমন্ত্রী

সাত জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশে দারিদ্র দূর করে মানুষকে সুখে-শান্তিতে রাখবো। এটাই আমার লক্ষ্য।

মঙ্গলবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে জায়গীরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থী রাশেদ রহমানের পথসভায় তিনি এ কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন, ছোট বোন শেখ রেহেনা।

শেখ হাসিনা বলেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই প্রতিটা এলাকায় উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। আজকের বাংলদেশ বদলে যাওয়া বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। দেশ এগিয়ে যাচ্ছে।

নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে উল্লেখ করে দলনেতা বলেন, বিএনপির সময় সার চাওয়ায় কৃষককে পুলিশ গুলি করে মেরেছিলো। রংপুরে আগে হাহাকার ছিল। কিন্তু এখন নেই।

তিনি বলেন, রংপুরকে সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়েছিল বিএনপি। নৌকা মার্কা সরকারে থাকলে মানুষ শান্তিতে থাকে, উন্নয়ন হয়। তাই নৌকা মার্কায় ভোট দিন।

তিনি বলেন, নির্বাচন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। কোনো রকম গোলমাল যাতে না হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে শান্তিপূর্ণ ভোট হবে।

Related Articles

Leave a Reply

Back to top button