খবর

নোয়াখালীর হাতিয়ায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে সবুজ আন্দোলন চলতি বর্ষা মৌসুমে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করছে। আজ ৬ জুলাই সকালে সবুজ আন্দোলন নোয়াখালীর হাতিয়া উপজেলায়” পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

সন্দীপ উপজেলা সমন্বয়কারী আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক আলমগীর হোসেন পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির হোসেন, আকরাম হোসেন শরীফ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সবুজ আন্দোলন ইতোমধ্যে সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম হাতে নিয়েছে। আমার নিজের জন্মস্থান হাতিয়া। উপকূল এলাকা হওয়ায় বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে পতিত হচ্ছি আমরা। প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। হাতিয়া উপজেলায় নদী শাসন ব্যবস্থা নিশ্চিত করতে বেড়ীবাধ নির্মাণ করতে হবে। বৃক্ষরোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন হাতিয়া ৭ নং তমরদ্দি ইউনিয়নের আঠারবেকী গ্রামের ফয়েজ আহমেদ, মোঃ আকাশ হোসেন, নুসরাত কবির মেহেরজান, সুরাইয়া কবির ছোঁয়া, উর্মি বেগম অনু, জাকিয়া বেগম, পুষপা রানী রুই, রিতা রবি দাস, মনিকা রবিদাস প্রমূখ। বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় প্রজাতির আম গাছের চারা রোপন করা হয়

Related Articles

Leave a Reply

Back to top button