Leadআন্তর্জাতিক

নেপালে সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি

দেশব্যাপী বিক্ষোভের জেরে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছে নেপাল সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল ভাঙচুর, লুটপাট কিংবা ব্যক্তির ওপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আমরা প্রতিবাদকারী গোষ্ঠীর প্রতি প্রতিবাদ কর্মসূচি বন্ধ করে জাতির কল্যাণে শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপে এগিয়ে আসার আবেদন করছি।

আমাদের বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে এবং আমাদের ঐতিহাসিক ও জাতীয় ঐতিহ্য এবং জনসাধারণের পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করতে হবে এবং সাধারণ জনগণ এবং কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, ৮ সেপ্টেম্বর শুরু হওয়া সহিংসতায় প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করছেন। ভাষণে তিনি স্মরণ করিয়ে দেন, নেপালের ইতিহাসের শুরু থেকেই সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য এবং জনগণের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ থেকেছে, কঠিন পরিস্থিতিতেও।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

Related Articles

Leave a Reply

Back to top button