নেপালে অন্তবর্তী সরকার কার্কির পদত্যাগের দাবিতে ফের রাস্তায় জেন জি
নেপালে অন্তবর্তী সরকার কার্কির পদত্যাগের দাবিতে ফের রাস্তায় জেন জি
আবার ও অন্তবর্তী সরকার সুশীলা কার্কি র পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে জেন জি । আন্দোলন কারীদের সাথে কোন রকম পরামর্শ ছাড়া নতুন মন্ত্রি নিয়োগ দেয়ায় আবার ও রোববার (১৪ সেপ্টেম্বর) তারা ক্ষুব্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ করেন।বিক্ষোভ কারীরা রাজধানীর কাঠমানডুর বালুওয়াটারে প্রধান মন্ত্রী র বাসভবনের সামনে জরো হয়। আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুং এর নেতৃত্বে সবাই স্লোগান দিতে থাকেন।
জেন জি নেতাদের অভিযোগ অন্তবর্তী সরাকারের মন্ত্রী সভা গঠনে তাদের মতামত কে উপেক্ষা করা হয়েছে।তারা বলেন এই সিদ্ধান্ত আন্দোলনের আত্মাকে অপমান করে।ফলে সুশীলা কার্কি র পদত্যাগেই একমাত্র সমাধান।
আন্দোলনের নেতা সুদান গুরুং বলেন আমরা যদি ফের রাস্তায় নামি আমাদের কেউ দমায় রাখতে পারবেনা।আমরা যাকেই বসিয়ে ছি, তাকেই সরিয়ে দিবো।
তিনি আরও অভিযোগ করেন আইনজীবী ওম প্রকাশ আর্যাল নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন।এই প্রক্রিয়া টি ছিল অসচছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
বিক্ষোভে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেয়।
এর আগে অন্তবর্তী সরকারের প্রধান কার্কি ওম প্রকাশ আর্যালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রনালয়ের দায়িত্ব দেন।এছাড়া রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী ,কুলমান ঘিসিংকে জ্বালানী মন্ত্রী র দায়িত্ব দেয়া হয়।
উল্লেখ্য আর্যাল দূর্নীতি দমন কমিশনে লোকমান সিং কার্কির নিয়োগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট দায়ের করে পরিচিতি পান। তিনি দীর্ঘ দিন ধরে জনস্বার্থে মামলা করে আসছেন এবং বর্তমানে কাটমুন্ডু সিটির আইন উপদেষ্টা।
অর্থমন্ত্রী রামেশ্বর খানাল সাবেক অর্থ সচিব ছিলেন, সম্প্রতি ওলি সরকারের কাছে ৪৪৭ পৃষ্ঠার অর্থনৈতিক সংস্কার রিপোর্ট জমা দেন।কুল মান ঘিসিং বিদ্যুৎ কতৃপক্ষের সাবেক এমডি হিসেবে লোডশেডিং কমিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
সূত্র জানায়, কার্কি তিন জনের সাথে আলাদাভাবে ফোনে কথা বলেন এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।এর আগে তিনি সিনিয়র আইনজীবী সবিতা ভানডারী কেঅ্যাটর্নি হিসেবে নিয়োগ দেন।
রোববার সকালে কার্কি মন্ত্রী সভা গঠনে র আলোচনা করেন। ধারনা করা হচ্ছে সর্বোচ্চ ১১ থেকে ১৫ সদস্য বিশিষ্ট মন্ত্রী সভা গঠন করা হবে।এর জন্য একজন মন্ত্রী র উপর একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পড়তে পারে।এর আগে গত আট ই সেপ্টেম্বর দুর্নীতি, দমন , নীপীড়ন এবং সামাজিক যোগাযোগ নিষেধাকা র প্রতিবাদে নেপালের তরুণ সমাজ রাস্তায় নেমে আসে।
নিরাপত্তা বাহিনীর জলকামান, রাবার বুলেট, টিয়ার গ্যাস ও গুলি করে আন্দোলন দমানো র চেষ্টা করে। কিছু এলাকায় কারফিউ জারি করা হয়। তবুও আন্দোলন থামে নি। পরদিন ও বিক্ষোভ চলতে থাকে।চাপে পরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। ঐদিন বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ দেয় আন্দোলন কারীরা। সহিংসতা য় এপর্যন্ত অর্ধশতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।
এই পরিস্থিতিতে গত ১২ ই সেপ্টেম্বর নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।জেন জি র আন্দোলনের প্রেক্ষিতে , প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে সুশীলা কার্কিকে অন্তবর্তী সরকারের প্রধান মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।


