খেলা

নেপালকে ১০ উইকেটে হারিয়ে সুপার ফোরে ভারত

বৃষ্টির জেরে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গিয়েছিল। ভারত-নেপাল ম্যাচেও ব্যাঘাত ঘটাল বৃষ্টি। শেষ পর্যন্ত নেপালকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেলো ভারত।
সোমবার ভারত-নেপালের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ফলে ভারতের বিপক্ষে ব্যাটে নেমে ৫০ ওভারে ২৩১ রান তোলে নেপাল।
ভারত ব্যাট করতে নেমে বৃষ্টি বাধায় পড়েন খেলা শুরু হওয়ার পরপরই, এ বৃষ্টির কারণে লক্ষ্য কমে দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান। রোহিত ও শুভমান গিলের জুটিতে সহজেই সেই রান তুলে নেন রোহিত শর্মারা। ফলে ৩ পয়েন্ট নিয়ে পাকিস্তানের পরে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার ফোরে যায় ভারত। পাকিস্তানের পরে এ বার ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হল নেপালকে।
২৩১ রান তাড়া করতে নেমে ২.১ ওভারে যখন ভারতের রান বিনা উইকেটে ১৭, তখনই আবার বৃষ্টি শুরু হয়। বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে। সময় নষ্ট হওয়ায় ভারতের লক্ষ্য কমে দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান। তাতে অবশ্য সমস্যা হয়নি ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে রান না পেলেও নেপালের বিরুদ্ধে ছন্দে খেললেন ভারতের দুই ওপেনার। ওভার কমে যাওয়ায় আক্রমণাত্মক ক্রিকেট খেলেন তাঁরা।
দলের হয়ে অধিনায়ক রোহিত ও শুভমন দু’জনেই হাত খুলে খেললেন। নেপালের বোলারেরা অনেক চেষ্টা করলেও উইকেট নিতে পারছিলেন না। ৩৯ বলে অর্ধশতরান করেন রোহিত। ১৪ ওভারের মধ্যে ১০০ রানে জুটি গড়েন তাঁরা। দ্রুত খেলা শেষ করার চেষ্টা করছিলেন ভারতের দুই ওপেনার। শুভমনও নিজের অর্ধশতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৭ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। রোহিত ৭৪ ও শুভমন ৬৭ রান করে অপরাজিত থাকেন।

Related Articles

Leave a Reply

Back to top button