খেলা

নেদারল্যান্ডসকে হারিয়ে শীর্ষে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের মঞ্চে নেদারল্যান্ডসকে হারানোর মাধ্যমে দ্বিতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ভারত।

এর আগে, নিজেদের প্রথম খেলায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত হারায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে।

বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-২ থেকে শীর্ষে উঠে গেল ভারত। সমান ম্যাচে খেলে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছে রোহিত শর্মার দল। নীল জার্সিধারীদের পক্ষে এদিন ব্যাট হাতে রাঙিয়েছেন টপ অর্ডারের তিন তারকা ব্যাটসম্যান রোহিত, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। তিন ব্যাটসম্যানই ফিফটির দেখা পেয়েছেন।

দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬২ রান এসেছে কোহলির ব্যাট থেকে। ৪৪ বলে ৩ চার ও ২ ছয়ে এই রান করেছেন কোহলি। অধিনায়ক রোহিত ৩৯ বলে ৪টি চার ও ৩ ছয়ের মারে ফিফটি ছুঁয়ে ৫২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন। চার ব্যাটিংয়ে নেমে শেষ বলে ছয় হাঁকিয়ে ফিফটি স্পর্শ করেছেন সূর্য। শেষ পর্যন্ত ২৫ বলে অপরাজিত ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সূর্য।

ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লোকেশ রাহুল। ৯ রান করে ডাচ পেসার মিকেরেনের বলে এলবির শিকার হয়ে ফিরেছেন। ডাচদের পক্ষে অন্য উইকেটটি পেয়েছেন ক্লাসেন।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো নেদারল্যান্ডস শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করতে সক্ষম হয়। ৫৬ রানে জয় তুলে নেয় ভারত।

Related Articles

Leave a Reply

Back to top button