রাজকূট
নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান

আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে জন সমুদ্রে। নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।
সারাদেশ থেকে হাজারো নেতা-কর্মীরা সকাল ৭টার পর থেকেই জড়ো হন সম্মেলনস্থলে। তাদের গায়ে ছিল লাল-সবুজ টিশার্ট আর মাথায় সাদা ক্যাপ।
সম্মেলনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। রয়েছে গোয়েন্দা নজরদারি। এ ছাড়া সাদা পোশাকে নিয়োজিত আছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সম্মেলনের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে পুলিশ।
অর্থনৈতিক মন্দা মাথায় রেখে এবার একদিনেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়।


