জাতীয়

নুরুল হুদাকে হেনস্তা: গ্রেপ্তার হানিফ আদালতে

ঢাকা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় হানিফ মিয়া নামের একজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

ডিসি মহিদুল আরও জানান, গ্রেপ্তার হানিফ মিয়া স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

রোববার (২২ জুন) রাতে কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তাকে ঘিরে জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে। একপর্যায়ে তাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Related Articles

Leave a Reply

Back to top button