খেলা

নিষিদ্ধ হলো উরুগুয়ের ৪ ফুটবলার

কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষের ম্যাচে সমর্থক ও খেলোয়াড়দের অশোভন আচরণের দায়ে দিয়েগো গোডিন ও এডিনসন কাভানিসহ উরুগুয়ের চার ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
উরুগুইয়ান ফুটবল ফেডারেশনকে এই ঘটনায় ৫০ হাজার সুইস ফ্রাংক জরিমানাও করা হয়েছে। একইসাথে পরবর্তী হোম ম্যাচে তাদের স্টেডিয়ামের একটি অংশ সমর্থকদের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। ঘানার বিপক্ষে উরুগুইয়ান সমর্থকরা বৈষম্যমূলক আচরণ ও খেলোয়াড়দের অসদাচরনের জন্য ফিফা  এই শাস্তি দিয়েছে।
জানা যায়, গত ডিসেম্বরে ঘানার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ২-০ গোলে জয়ের ম্যাচটিতে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে উরুগুয়ের খেলোয়াড়রা। তিন গোলের ব্যবধানে জিততে পারলে তাদের শেষ ১৬ নিশ্চিত হতো। কিন্তু নাটকীয় ভাবে উরুগুয়েকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। ম্যাচ শেষে রেফারি ড্যানিয়েল সিয়েবার্টকে উরুগুয়ের কিছু খেলোয়াড়ের তোপের মুখে পড়েছিলেন। অভিজ্ঞ স্ট্রাইকার কাভানি মাঠের বাইরে রাখা ভিএআর মনিটর ঘুষি দিয়ে ফেলে দেন।
এই ঘটনায় ডিফেন্ডার হোসে মারিয়া জিমিনেজ ও গোলরক্ষক ফার্নান্দে মুসলেরাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ ও ২০ হাজার সুইস ফ্রাংক জরিমানা করা হয়েছে। কাভানি ও গোডিনকে এক ম্যাচ নিষিদ্ধ ও ১৫ হাজার সুইস ফ্র্যাংক জরিমানা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button