বিনোদন

নিশোর ’সুড়ঙ্গ’ শুরু

রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ নামক সিনেমায় নাম লিখিয়েছেন ছোটপর্দার বড় তারকা আফরান নিশো । আজ (৫ মার্চ) সিলেটে ছবিটির শুটিং শুরু হয়েছে।

এখানে তাকে দেখা যাবে একজন খনি শ্রমিকের চরিত্রে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে চরকি ও আলফা আই স্টুডিওজ লি:। ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।‘সুড়ঙ্গ’তে নিশোর বিপরীতে আছেন তমা মির্জা।
জানা গেছে, সিলেটে টানা ৩৫ দিন দৃশ্যধারণ করা হবে ছবিটির। এরপর ঢাকার বিভিন্ন স্থানে হবে শুটিং। তারপর টিম নিয়ে রাফী উড়াল দেবেন মালয়েশিয়ায়। সিনেমাটির গানের শুটিং হবে সেখানে।

Related Articles

Leave a Reply

Back to top button