জাতীয়রাজকূট

নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় বিরোধ তো প্রয়োজন নেই

‘আমি ছাত্রদের লড়াকু, ত্যাগী ভূমিকায় দেখেছি। কিন্তু একই সঙ্গে তাদের রাগী ইয়াং ম্যান মনে হয়েছে। এই সমাজের প্রতি রাগের অনেক কারণ ছিল। এখন আমরা সেই রাগের কারণ রাখছি না। তাই রাগ এখন বাদ দিতে হবে। এখন যুক্তি দিয়ে পথ ঠিক করতে হবে।’

মাহমুদুর রহমান মান্না জানান যখন নির্বাচন সামনে তখন ঐক্যের কথা বলে কী হবে! তবে মতপার্থক্য সত্ত্বেও গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক উন্নতি- এসব বিষয়ে ঐকমত্য থাকতে পারে। নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, তাহলে সেক্ষেত্রে তো বিরোধ আমাদের দরকার নেই। আমাদের সংস্কৃতিতে বিভাজনটা যত স্পষ্ট, ঐক্যটা তত দৃশ্যমান নয়। কিন্তু আমি আশা করতে চাই, একটি বিপ্লবের পর নির্বাচন সুষ্ঠুভাবে হলে ঐক্যটা শক্ত হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, যে যার মতো করে প্রস্তুতি নিচ্ছি। যার যার ক্যাপাসিটি অনুযায়ী চেষ্টা হচ্ছে। নিজেদের মধ্যেই যাতে দাঁড়ানো যায় তা নিয়ে চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে তারেক রহমান জাতীয় সরকারের প্রস্তাব দিয়ে রেখেছেন। সেটা নিয়েও আলোচনা হয়নি।

আমার জায়গা থেকে বলছি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই সংস্কার প্রক্রিয়াকে চলমান রাখতে যারা আছেন সবাই মিলেই চেষ্টা করা উচিত। এটার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সে হিসেবে কেউ যদি বলে আসেন আমরা একসঙ্গে কাজ করবো সেটা বিবেচনায় আসতে পারে। তবে আমাদের কাছে এ ধরনের কোনো প্রস্তাব আসেনি। এটা বিবেচনায় থাকবে।

এই মুহূর্তে আমাদের নাগরিক ঐক্যর অবস্থান হচ্ছে, আমরা আলোচনা করছি না। অনির্বাচিত সরকার তো ক্ষমতায় থাকা যাবে না। সেক্ষেত্রে ভোটও যাতে দ্রুত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button