জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন দেশের ৮২ জনের আবেদন এসেছে: ইসি আলমগীর

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রকার বিদেশিদের চাপ নেই। তবে ইতিমধ্যে বিভিন্ন দেশের ৮২ জন নির্বাচন পর্যবেক্ষণ ও পরিদর্শন করতে আবেদন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছি জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ইতিমধ্যে বিভিন্ন দেশের ৮২ জন নির্বাচন পর্যবেক্ষণ ও পরিদর্শন করতে আবেদন করেছেন। এ ছাড়াও বিভিন্ন দেশের সাংবাদিকরাও আবেদন করেছেন। সাংবাদিকদের ভোটকেন্দ্রে সরাসরি সম্প্রচার করতে কোনো বাধা নেই, শুধুমাত্র বুথে গিয়ে ছবি নিতে পারবেন না। প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ও নিতে হবে না। শুধুমাত্র অবহিত করলেই চলবে বলে জানান মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, বিদেশিরা আমাদের নির্বাচনে কখনও চাপ প্রয়োগ করেনি কোনো নির্দেশনাও দেয়নি। আইনগতভাবে তারা এটা পারেওনা।
নির্বাচন সুষ্ঠু করার সার্থে প্রয়োজনে ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

Related Articles

Leave a Reply

Back to top button