নির্বাচনে ১৮ প্রার্থীর সম্পদ ১০০ কোটির বেশি: টিআইবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ১ হাজার ৮ শ’ ৯৬ জন প্রার্থীর মধ্যে ৫৭ শতাংশের মূল পেশা ব্যবসা। আর বার্ষিক আয় ১ কোটি টাকার বেশি এমন প্রার্থীর সংখ্যা ১৬৪ জন। ১০০ কোটি টাকার বেশি সম্পদ আছে এমন প্রার্থীর সংখ্যা ১৮ জন। স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের মধ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৪৮০ জন।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে ‘নির্বাচনী হলফনামার তথ্যচিত্র: জনগণকে কী বার্তা দিচ্ছে?’ বিষয়ে প্রতিবেদন প্রকাশ ও ‘নো ইউর ক্যান্ডিডেট’ ড্যাশবোর্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটি।
নির্বাচনী হলফনামার তথ্যচিত্র শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির কো-অর্ডিনেটর মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
তিনি বলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রার্থীদের হলফনামা সংগ্রহ করা হয়েছে। গত চার মেয়াদ বা চার সংসদ নির্বাচনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
তিনি বলেন, ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮শ’ ৯৬ জন। যার মধ্যে ১৮ শতাংশ স্বতন্ত্র আর ৮২ শতাংশ প্রার্থী দলীয় প্রার্থী। যার মধ্যে ৯৪ দশমিক ৯০ শতাংশ পুরুষ আর নারী প্রার্থী ৫ দশমিক ২৪ শতাংশ। ৫৭ শতাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর। ৫৭ শতাংশের মূল পেশা ব্যবসা। আর আইন ও ব্যবসায়কে পেশা হিসেবে দেখিয়েছেন আইন ও কৃষিকাজ হিসেবে দেখিয়েছেন ৭ দশমিক ৭ দশমিক ৮১ শতাংশ। আর রাজনীতিকে পেশা দেখিয়েছেন ২ দশমিক ৮৬ শতাংশ। কোটিপতি প্রার্থীর মধ্যে ২৩৫ জন আওয়ামী লীগের, ১৬৩ জন স্বতন্ত্র, ৪৭ জন জাপা, ১৭ জন জেপি, ৭ জন জাসদ, ৬ জন তৃণমূল বিএনপি, ৫ জন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক শেখ মনজুর-ই-আলম প্রমুখ উপস্থিত ছিলেন এতে।