নির্বাচনে বড় চ্যালেঞ্জ একদিনে দুই ভোট

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১১ডিসেম্বর) তফসিল ঘোষণার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। কমিশন অবশ্য আগেই জানিয়েছে নির্বাচনের জন্য সব প্রস্তুতি তারা সম্পন্ন করেছে।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় ১৬ মাস পরে এসে আনুষ্ঠানিক চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ পেতে যাচ্ছে বাংলাদেশ।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলো প্রস্তুতি প্রক্রিয়া শুরু করেছে এবং বেশিরভাগ দলই তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করার কাজ করছে। কোনো কোনো দল বেশিরভাগ আসনে প্রার্থীদের নামও ঘোষণা করেছে।
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে এবারের নির্বাচনে ইসির সামনে বড় চ্যালেঞ্জ হবে একই দিনে দুটি নির্বাচন করা। অর্থাৎ সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করা।
জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি আজ নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেবেন। সরকারের আগের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এ নির্বাচন হওয়ার কথা।
বিশ্লেষকরা মনে করছেন, তফসিলের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে সব ধরনের অনিশ্চিয়তার আপাত অবসান হলেও এ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু বিষয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নির্বাচন কমিশন বা ইসিকে।
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে এবারের নির্বাচনে ইসির সামনে বড় চ্যালেঞ্জ হবে একই দিনে দুটি নির্বাচন করা। অর্থাৎ সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করা।
তাদের মতে, এই দুটি বিষয়ের ব্যবস্থাপনায় কোনো ধরনের গলদ হলে সেটি ভোটগ্রহণ ও গণনাকে সংকটের মুখে ফেলতে পারে এবং এ কারণে গণনায় অপ্রত্যাশিত বিলম্ব হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে।
আর এই এক দিনে দুই ভোট, ব্যালট ব্যবস্থাপনা ও গণনা ছাড়াও নির্বাচনের পরিবেশ তৈরি করা, আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনী মোতায়েন এবং সামাজিক মাধ্যম ও এআই ব্যবহার জনিত চ্যালেঞ্জ কমিশনের সামনে বড় হয়ে উঠতে পারে ধারণা করছেন অনেকে।
নির্বাচন বিষয়ক বিশ্লেষক আব্দুল আলীম বলছেন, দুই ভোট একই দিনে হবে এবং প্রত্যাশা করা হচ্ছে যে অন্তত ৮০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, অর্থাৎ প্রায় ১০ কোটি ভোটার ভোট দিতে পারেন। এর মানে হলো ২০ কোটি ব্যালট গুনতে হবে। ২০০৮ সালের নির্বাচনে সাত কোটি ভোটার ছিল, তাও গণনা শেষ হয়েছিলো ভোটের পরদিন সকালে। বিকল্প ব্যবস্থা না থাকলে এবার তো কয়েক দিন লাগবে।
তার মতে, বাংলাদেশ ভোট গণনায় দেরি হলে প্রার্থীরা অস্থির হয়ে ওঠে এবং এর জের ধরে অনেক সময় সহিংসতাও দেখা যায়। এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা কম। আমার মনে হয় সে কারণে ভোটগ্রহণের সময় ও ভোট গণনা দুটোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কমিশনের জন্য।
সাবেক নির্বাচন কর্মকর্তা জেসমিন টুলিও বলছেন, ইসি ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়েছে, কিন্তু এক ব্যালটে ভোট পড়তেই অনেক সময় লাগবে। কারণ, তার মতে গণভোটের ব্যালটের বিষয়গুলো পড়ে ভোট দিতে অতিরিক্ত সময় লাগতে পারে। এদেশে দল ও প্রার্থীরা ফলের জন্য অপেক্ষা করতে চায় না। এছাড়া অনেক এলাকায় বিদ্যুৎ নেই। অনেক জায়গায় স্থাপনাগুলো যথেষ্ট শক্তিশালী না। এমন পরিস্থিতি ভোট গণনায় রাত যত গড়াবে ঝুঁকি তত বাড়বে।


