
নির্বাচনকে ঘিরে মার্কিনিরা চরম বিভক্ত: ওবামা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত কোটির বেশি ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন । এতে নির্বাচনকে ঘিরে দেশের জনগণের মধ্যে চরম বিভক্তির প্রকাশ ঘটেছে বলে মনে করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
‘সিবিএস সানডে মর্নিং’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, আমাদের মধ্যে এখনও গভীর বিভেদ রয়ে গেছে। দুই পক্ষের নীতি ও কৌশলকে সংবাদমাধ্যমে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে মনে হয়েছে দুইটি বিকল্প শক্তি এবং ভোটাররাও তাদের সেভাবেই গ্রহণ করেছে।
উদ্বেগ প্রকাশ করে ওবামা বলেন, এ বিভেদের কারণে আমাদের গণতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হবে। যদি আমাদের সম্পূর্ণ বিপরীতমুখী বিষয়বস্তু নিয়ে কাজ করতে হয় তবে সেটা খুব কঠিন হবে।
ওবামা নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে বেশ সক্রিয়ভাবে প্রচার চালিয়েছেন। এজন্য তাকে সমালোচিতও হতে হয়েছে। সাধারণত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা সরাসরি কোনও প্রার্থীর পক্ষ নেন না বা প্রচার চালান না।
ওবামা অবশ্য এ ব্যাপারে বলেছেন, ‘‘নির্বাচনের ফল আমার পছন্দের ভিত্তিতে হয়নি। বরং আমার মনে হয় এবারের নির্বাচনে আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, যেখানে অসাধারণ প্রভাব রাখতে পারে এমন কিছু সুনির্দিষ্ট নিয়ম এবং সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক মূল্যবোধ মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছিল। যেটা আমার উপরও প্রভাব ফেলেছে। একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে জনগণকে আমি একটা সাধারণ কথা জানাতে চেয়েছি, বলতে চেয়েছি, এটা স্বাভাবিক নয়।”
প্রমাণহীন ‘ভোট চুরির’ অভিযোগ তুলে ট্রাম্পের পরাজয় স্বীকার না করার একগুঁয়েমিতে রিপাবলিকানদের সমর্থন দেওয়ার সমালোচনা করে ওবামা বলেন, ‘‘যদি আমাদের নিজেদের সন্তানরাও হেরে যাওয়ার পর এ ধরনের আচরণ করে আমরা তা কখনও মেনে নেব না, তাই না? আমি বলতে চাইছি, যদি আমার মেয়েরা এ ধরনের কোনও প্রতিযোগিতায় নামে…তারপর হেরে গিয়ে ঠোঁট ফুলিয়ে অন্যপক্ষ জালিয়াতি করেছে বলে অভিযোগ তোলে, যে অভিযোগের আবার কোনও প্রমাণও নেই, তবে আমরা তাকে তিরস্কারই করব।”
জো বাইডেনের জন্য কোনও পরামর্শ আছে কিনা জানতে চাইলে ওবামা মজা করে বলেন, আমার বিশ্বাস নব নির্বাচিত প্রেসিডেন্টের আমার পরামর্শের প্রয়োজন নেই। তবে আমি কথা দিচ্ছি তাকে আমি আমার সাধ্যমত সাহায্য করব। পরে হাসতে হাসতে ওবামা আরও বলেন, ‘‘তবে আমার হঠাৎ করে হোয়াইট হাউজের স্টাফ হওয়ার বা এরকম কোনো কিছু করার পরিকল্পনা নেই।


