Leadজাতীয়

‘নির্বাচনই সর্বোচ্চ অগ্রাধিকার’ — বিমসটেকে প্রধান উপদেষ্টা ইউনূস

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, “আমি আমাদের জনগণকে আশ্বস্ত করেছি—যথাযথ সংস্কার সম্পন্ন হলেই আমরা দায়িত্বশীলতার সঙ্গে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করব।”

তিনি তাঁর ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, “১৯৭১ সালে লাখো নারী-পুরুষ ও শিশু নয় মাস ধরে একটি বর্বর সামরিক বাহিনীর বিরুদ্ধে মুক্তির লড়াইয়ে অংশ নিয়েছিল। তারা স্বপ্ন দেখেছিল একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও স্বাধীন রাষ্ট্রের, যেখানে প্রত্যেক নাগরিক তার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে।”

তবে অধ্যাপক ইউনূস দুঃখ প্রকাশ করে বলেন, “গত ১৫ বছরে জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, দেখে এসেছে কীভাবে তাদের অধিকার ও স্বাধীনতা ধীরে ধীরে সংকুচিত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পতন ও নাগরিক অধিকারের চরম লঙ্ঘন তারা প্রত্যক্ষ করেছে।”

তিনি বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানে জনগণ একটি দমনমূলক স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। তবে এই সংগ্রামে প্রায় দুই হাজার নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই তরুণ, এবং তাদের মধ্যে ছিল ১১৮টি শিশু।”

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশ আজ এক নবজাগরণের মধ্য দিয়ে যাচ্ছে। যেসব ছাত্রনেতা এই গণজাগরণে নেতৃত্ব দিয়েছেন এবং দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছেন, তারা আমাকে অনুরোধ করেন এই সংকটময় সময়ে দেশের হাল ধরতে। আমি জনগণের স্বার্থে সেই আহ্বানে সাড়া দিয়েছি।”

তিনি জানান, তার সরকার ইতিমধ্যেই ছয়টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন গঠন করেছে—বিচারব্যবস্থা, নির্বাচন, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন এবং সংবিধান নিয়ে কাজ করার জন্য। এসব কমিশনের সুপারিশ বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

তিনি আরও বলেন, “এই সুপারিশগুলো পর্যালোচনার জন্য আমি সাত সদস্যবিশিষ্ট একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছি, যার নেতৃত্বে আমি নিজেই আছি এবং ছয়টি সংস্কার কমিশনের প্রধানরাও এতে যুক্ত আছেন।”

বাংলাদেশকে পুনর্গঠনের সংকল্প জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “আমরা নিশ্চিত করতে চাই দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার—তাদের নারী কিংবা ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘু যা-ই হোক না কেন।”

তিনি জানান, সরকার অচিরেই অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধির জন্য সুদূরপ্রসারী সংস্কার বাস্তবায়নে অগ্রসর হবে এবং সুশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করবে।

সম্মেলনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও বিমসটেক চেয়ারপারসন পেতংতার্ন সিনাওয়াত্রা, বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে এবং সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানরা উপস্থিত ছিলেন।

নিউজ নাউ বাংলা/ ০৪ এপ্রিল ২০২৫/ জেডআরসি

Related Articles

Leave a Reply

Back to top button