রাজনীতি

নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: ফখরুল

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়ে আওয়ামীলীগ সরকারে থাকলে সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব দলের এই অবস্থানের কথা জানান।

তিনি বলেন, ‘‘ আমরা আগেই বলেছি, এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথাব্যাথা নেই। মাথা ব্যাথা একটা নিয়ে যে, নির্বাচনকালীন সময়ে সরকারটা কারা থাকবে?”

‘‘ যদি আওয়ামী লীগ সরকারে থাকে নিশ্চিন্ত থাকতে পারেন কোনো নির্বাচন হবেনা। কারণ তারা আবার তাদের মতো করে একই কায়দা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর আমরা বসেবসে দেখবো। আমরা সেই নির্বাচনে অংশ গ্রহন করবো না।”দলের অবস্থান পরিস্কার করে মির্জা ফখরুল বলেন, ‘‘আমাদের একমাত্র দাবি নির্বাচনকমিশন নয়, সার্চ কমিটি নয়, আপনার তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষসরকারের অধিনে নির্বাচন হতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং ওই নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচনকমিশন তৈরি করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে জনগনের অধিকার প্রতিষ্ঠা করতেহবে।”

নতুন নির্বাচন কমিশন সম্পর্কে সাংবাদিকদের অনুরোধের প্রেক্ষিতে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ আমাকে সাংবাদিকরা বলেছেন, নতুন ইলেকশন কমিশন সম্পর্কে কিছু বলেন।কী বলব ইলেকশন কমিশন সম্পর্কে। এই সরকার যারা সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দখল করেনিয়েছে এবং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন তাদের পবিত্র দায়িত্ব হচ্ছেএদেশের জনগনের ভোটের যে অধিকার, ভোটের অধিকার তাকে সুনির্দিষ্ট করা, তারা যেন ভোটদিতে পারে তার ব্যবস্থা করা। এটা তাদের দায়িত্ব এবং একটা প্রতিনিধিত্বমূলকনির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থেই জনগনের প্রতিনিধিত্ব করে এরকম একটা পার্লামেন্ট,এরকম একটা সরকার গঠন করা।”‘‘ কিন্তু আমরা কী দেখেছি-আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ ওইব্যবস্থাটাকে ধবংস করে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তাদেরই ছিলো-এই কথাটাআপনারা বলেন। আমরা এটা মেনে নিয়েছিলাম যে, এটা জনগনের একটা আকাংখা।

দেশনেত্রী বেগমখালেদা জিয়া কখনো জনগনের বিরুদ্ধে যাননি, তিনি এটাকে মেনে নিয়ে তত্ত্বাবধায়কসরকারকে সংবিধানে সংযোজন করেছিলেন, তার অধীনে চারটা নির্বাচন হয়েছে-একটা প্রশ্ন করেনি।যখনই তারা(আওয়ামী লীগ) ক্ষমতায় আসলো দেখলো যে, কিছুতেই এই তত্ত্বাবধায়ক সরকারেরবিধান যদি থাকে ক্ষমতায় যাওয়া যাবে না, জনগন তাদের আর ভোট দেবে না।”সরকারের অপশাসন, দমনীতি ও ফ্যাসীবাদী শাসনের কঠোর সমালোচনা করে তিনিবলেন, ‘‘ প্রতিটি মানুষ, এই যে রিকশাওয়ালা, এই যে ফল বিক্রি করছে, এই যে মাছবিক্রি করছে তাদের জিজ্ঞাসা করেন- তারা বলে এই আওয়ামী লীগের হাত থেকে আমরা কবেমুক্তি পাবো?”‘‘ গোটা সমাজকে তারা ধবংস করে দিয়েছে,গোটা সমাজের মধ্যে বিভাজন সৃষ্ট করেছে।যেখানে যাবেন ভাগ ভাগ ভাগ। চাকুরি পাবেন না যদি আওয়ামী লীগের ছাপ না থাকে। নির্বাচন কমিশন গঠন করেছেন। আমরা আগেই বলেছি এই সম্পর্কে কেনো আমাদের উপর চাপ দেন? এই কমিশননিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই।”

সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের উদ্যোগে ‘কেরানীগঞ্জে ওসির আব্দুস সালামের সাম্প্রদায়িকউক্তি ও নিপুণ রায় চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে সদস্য দেবাশীষ রায় মধুর সঞ্চালনায়আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তথ্য ও গবেষনা বিষয়কসম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, নির্বাহীকমিটির সদস্য রমেশ দত্ত, সুশীল বড়ুয়া প্র্রমূখ নেতারা বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Back to top button