জাতীয়

নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ

উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদকে) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির প্রতীক নির্ধারণ করা হয়েছে মোটরগাড়ি।

নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে সোমবার দলটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া নিশ্চিত করেছেন।

২০১৬ সালে নেতৃত্বের দ্বন্দ্বে জাসদ দুই ভাগ হয়ে যায়। কাউন্সিল অধিবেশনে হাসানুল হক ইনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পুনর্নির্বাচিত হলেও বিভক্তি সৃষ্টি হয় সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরে।

কাউন্সিল অধিবেশনে নেতৃত্ব নির্বাচন চলার মধ্যেই দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা নতুন কমিটি ঘোষণা করেন।

শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি, নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ও মঈন উদ্দীন খান বাদলকে কার্যকরী সভাপতি করে সেই কমিটি দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button