বিনোদন

নিপুণের নামে ৬৪ জেলায় মামলা করবে ভক্তরা: ডি এ তায়েব

এবারের শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ আক্তারের নামে ৬৪ জেলায় মামলা হতে পারে। এমনটাই জানালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব। কারণ হিসেবে তিনি মানহানিকর কথাবার্তার কথা উল্লেখ করেছেন। বুধবার (২২ মে) চলচ্চিত্রের ১৯ সংগঠনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডি এ তায়েব।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ঝামেলা যেন কাটছেই না৷ ফুলের মালা দিয়ে বরণের ২৫ দিন পর আদালতে রিট করেছেন নিপুণ আক্তার। এ নিয়ে বুধবার দিনব্যাপী উত্তাল ছিল এফডিসি।
নিপুণের কাণ্ডে বৈঠক করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। এসময় ডি এ তায়েব বলেন, ওনার (নিপুণ) বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হচ্ছে। আমার ভক্তরা তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করবে। তারা এরই মধ্যে সবকিছু রেডি করে ফেলেছে। ৫০১ ধারায় মামলা করবে। আমার ভক্তরা মনে করছে নিপুণ আমার মানহানি করেছে। সে জন্য তারা নিপুণের নামে মামলা করবে।

Related Articles

Leave a Reply

Back to top button