নিত্যপণ্যের মূল্য তালিকা ফেসবুকে দিলেন প্রধান উপদেষ্টা

ঢাকা : দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সর্বশেষ মূল্য তালিকা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (০৫ মার্চ) নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সর্বশেষ দাম তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ৩ মার্চ পর্যন্ত দামের হ্রাস-বৃদ্ধির পরিসংখ্যান এবং ২০২৪ সালের রমজানের সঙ্গে চলতি রমজানে দ্রব্যমূল্যের পার্থক্যও তুলে ধরেছেন তিনি।
পোস্টে দেখা গেছে, বিভিন্ন চালের দাম ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ৩ মার্চ পর্যন্ত খুবই সামান্য কমেছে বা বেড়েছে। তবে গত রমজানের তুলনায় চলতি রমজানে সব ধরনের চালের দাম কেজিতে ৬-১০ টাকা পর্যন্ত বেড়েছে।
অন্যদিকে নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে আটা, ডাল, মাছ-মুরগি ও চিনির দাম। তবে নিয়ন্ত্রণে নেই ভোজ্যতেলের দাম। এছাড়া আদা-রসুন, পেঁয়াজ ও কাঁচা মরিচের দামেও মিশ্র প্রবণতা দেখা গেছে।