ক্রীড়াঙ্গন

নিজ জেলাতেও ছাদখোলা গাড়িতে সংবর্ধনা পেলেন সাফজয়ী সাবিনা

নিজ জেলা সাতক্ষীরায় সবার উষ্ণ সংবর্ধনাতে মুগ্ধ সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউসে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা শেষে সার্কিট হাউসের সামনে থেকে সাবিনাকে খোলা পিকআপে নিয়ে শহরে শোভাযাত্রা বের হয়। এ সময় সড়কের দুই ধারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে হাত নেড়ে ও ফুল ছিটিয়ে অভিবাদন জানান। সাবিনাও সবাইকে হাত নেড়ে ও ফুল ছিটিয়ে অভিবাদনের জবাব দেন।

জানা গেছে, ভোরে ঢাকা থেকে সাতক্ষীরা শহরের সবুজবাগের বাড়িতে আসেন সাবিনা খাতুন। এরপর ওরিয়ন স্পোর্টিং অ্যাকাডেমির আয়োজনে তাকে সার্কিট হাউসে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠন তাকে সংবর্ধনা দেয়।

সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন জানান, একজন মেয়েকে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রচুর সংগ্রাম করতে হয়। মেয়েরা ফুটবল খেলবে এমনটা নিজের পরিবারেরও কেউ মেনে নেন না। তবুও অদম্য মনোবল ও স্থানীয় কোচ প্রয়াত আকবর আলীর উৎসাহে আজ এ পর্যায়ে এসেছি।

আগামীতে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করে যাবে কোথাও বলেন সাফজয়ী সাবিনা খাতুন।

Related Articles

Leave a Reply

Back to top button