করোনাজাতীয়

নিজের দেয়া বক্তব্য পাল্টালেন গাজীপুরের মেয়র

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সিটি এলাকার মসজিদে গিয়ে নামাজ পড়তে কোনও বাধা নেই বলে ঘোষণা দেন মঙ্গলবার। এর একদিনই পরই বুধবার নিজের দেয়া সেই ঘোষণা তুলে নেন তিনি।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটিতে মাত্র কয়েকটি এলাকায় করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বাকিগুলো পাশের উপজেলাগুলোতে অবস্থান করছে। যেহেতু গাজীপুরের গার্মেন্টসগুলো খুলে দেয়া হয়েছে, তাই রমজান মাসে এখন আর মসজিদে অল্প সংখ্যক মুসল্লির জন্য সীমাবদ্ধ রাখার কোনও প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, শুক্রবারের জুমার নামাজ ও রমজানের তারাবির নামাজে মুসল্লিগণ অংশ নিতে পারবেন। এতে সিটি করপোরেশনের কোনো বাধা থাকবে না।

মেয়রের এমন সিদ্ধান্তের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষত করোনা ভাইরাস সংক্রমণের দিক থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের পরেই গাজীপুরের অবস্থান।

এমন পরিস্থিতিতে নিজের বক্তব্য প্রত্যাহার করে বুধবার মেয়র জাহাঙ্গীর আলম জানান, তিনি তার বক্তব্য থেকে সরে এসেছেন। গাজীপুর সিটিতেও সরকার ঘোষিত নির্দেশনাই মান্য করা হবে।

নিজের বক্তব্য প্রত্যাহার প্রসঙ্গে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, সরকার যে নীতিমালা দিয়েছে ওটাতে থাকলেই ভালো হবে। সরকারের যে বক্তব্য সেটাই আমার বক্তব্য।

Related Articles

Leave a Reply

Back to top button