সাহিত্য ও বিনোদন

নিখিলের সঙ্গে বিয়ে ‘অবৈধ-বেআইনি’, আদালতে জানালেন নুসরাত

কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের শুক্রবার (৩ সেপ্টেম্বরে) ‘সাবেক স্বামী’ নিখিল জৈনের ‘বিবাহ বিচ্ছেদ’ মামলায় আদালতে হাজিরার দিন ছিল।

তবে আদালতে হাজির হননি কয়েকদিন আগে মা হওয়ায় নুসরাত আর মামলার বাদী নিখিল জৈনও। আদালতে বাদী-বিবাদীর পক্ষে হাজির ছিলেন উভয়পক্ষের আইনজীবী।

আদালত সূত্রে জানা গেছে, শুনানিতে নিখিলের পক্ষে আইনজীবী ছিলেন সত্যব্রত চক্রবর্তী। আর নুসরাতের পক্ষে এদিন আদালতে লড়েন চিন্ময় গুহ ঠাকুরতা।

তিনি আদালতে নুসরাতের লিখিত বক্তব্য জমা দেন। সেখানে নুসরাত জানিয়েছেন, নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে ‘অবৈধ ও বেআইনি’।

আদালত নুসরাত-নিখিলের আলোচিত এ দেওয়ানি মামলাটির পরবর্তী শুনানি অক্টোবরের প্রথম সপ্তাহে করার জন্য দিন ধার্য করেছেন।

গত ৯ জুন এক বিবৃতিতে নুসরাত জাহান জানান, নিখিলের সঙ্গে তার বিয়ে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় রেজিস্ট্রার করা হয়নি। তাই ওই বিয়েটা অবৈধ। নিখিলের সঙ্গে তার সম্পর্ক লিভ ইন-এর। ফলে বিবাহ বিচ্ছেদের কোনো প্রশ্নই নেই বলে সেখানে উল্লেখ করা হয়।

নুসরাতের বিবৃতি মেনে নেন নিখিলও। আইনি প্রক্রিয়ায় বিয়ে না হওয়ায় অ্যানালমেন্টের মাধ্যমে নুসরতের থেকে আলাদা হতে চেয়েছেন নিখিল।

এদিকে, সদ্য মা হয়েছেন তিনি। ছেলের বয়স মাত্র আটদিন। সন্তান জন্মের পরও বাবার নাম জানাননি নুসরাত জাহান। তবে বর্তমানে তার পাশে সার্বক্ষণিক থাকছেন যশ দাশগুপ্ত।

Related Articles

Leave a Reply

Back to top button