জাতীয়

নিকট আত্মীয়ের মাধ্যমে জঙ্গি হন তারা

নিকট আত্মীয়ের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার কার্যক্রমের সাথে জড়িত হয় সংগঠনটির  গ্রেফতার হওয়া ৫ সক্রিয় সদস্য। তাদের নাম গোলাম সারোয়ার (২৫), সাকিব মাহমুদ (২৭), মো. ফরহাদ হোসেন (২২), মো. মুরাদ হোসেন (২১), মোহাম্মদ ওয়াসিকুর রহমান ওরফে নাইম (২৮)।
সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এলিট ফোর্সের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, তথাকথিত হিজরতের উদ্দেশ্যে ঘর ত্যাগ করা তরুণদের পার্বত্য অঞ্চলে প্রশিক্ষণের উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার মূল দায়িত্ব পালন করতো গোলাম সারোয়ার (২৫)। এর পাশাপাশি তার কাজ ছিল কুমিল্লা অঞ্চলের সেইফ হাউজ (আস্তানা) পরিচালনা করা। কেননা সে কুমিল্লা জেলার তত্ত্বাবধায়ক নেয়ামতউল্লাহর জামাতা। আরেকজন নেহাল হোসেন, সে নতুন জঙ্গি সংগঠনটির শুরা সদস্য শামিম মাহফুজের ভাতিজা। তার মাধ্যমেই সে আনসার আল ইসলাম ছেড়ে এই সংগঠনে যোগ দেয়। কিছুদিন আগে সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যকে গাইবান্ধায় (তার গ্রামের বাড়ি) হত্যার পরিকল্পনা করে। অন্যদিকে ফরহাদ ও মুরাদ দুই ভাই, তারা নতুন এই জঙ্গি সংগঠনটির মিডিয়া শাখার প্রধান রাকিবের শ্যালক। রাকিবের মাধ্যমেই তারা ৩ বছর আগে এই কার্মকাণ্ডে যোগ দেয়।
মইন বলেন, ‘ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মাধ্যমে জঙ্গিদের জন্য খাবার থেকে শুরু করে বোমা তৈরির সরঞ্জামাদি যেতো পার্বত্য অঞ্চলে। এই তথ্যের ভিত্তিতেই র‍্যাবের গোয়েন্দা শাখা এবং র‍্যাব-১১ এর একটি দল রাজধানীর গুলিস্তান এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি রেজিস্ট্রার পাওয়া গেছে। যার মধ্যে ২০২১ সাল থেকে অদ্যাবধি পাঠানো সকল সরঞ্জাম এবং দ্রব্যাদির হিসাব রয়েছে।’
বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘ফারদিন হত্যার মোটিভ বা রহস্য উন্মোচন করার চেষ্টা অব্যাহত রয়েছে। র‍্যাবের তদন্তে অগ্রগতি আছে।’

Related Articles

Leave a Reply

Back to top button