জাতীয়

নিউজ নাউ বাংলা’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে সবার আনন্দ-বার্তা

‘নিউজ নাউ বাংলা’ চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্টজনেরা তাদের মূল্যবান শুভেচ্ছা বার্তা দিয়েছেন৷ নিউজ নাউ বাংলার পাঠকদের জন্য তুলে ধরা হলোঃ

আবদুল মাতলুব আহমেদ

চেয়ারম্যান, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি

নিউজ নাউ বাংলা চতুর্থ বছরে পদার্পন করলো। তাদের এ পথচলায় পোর্টালটি অনেকগুলো দেশি -বিদেশি অর্জন রয়েছে। সেসঙ্গে তাদের কাজ দেশবাসি পছন্দ করছে, খুব ভালো সাড়া তারা পেয়েছে। শুনেছি ইতোমধ্যে পোর্টালটি নিবন্ধন পেয়েছে। এতে করে তারা আরো সুন্দরভাবে দেশবাসীকে সংবাদ পরিবেশন করবে। এবং দেশের অর্থনৈতিক খাতের বিনিয়োগ, বিদেশী বিনিয়োগ নিয়ে আরো ভালো ভালো কাজ করতে পারবে৷ আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা খুব সুন্দরভাবে তাদের পোর্টালটিকে পরিচালনা করছেন। আর আমরা যারা ব্যবসা-বাণিজ্য করি, আমরাও এ পোর্টালের মাধ্যমে অনেক ভালো ভালো সংবাদ পাই। যা আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারি। ধন্যবাদ নিউজ নাউ বাংলাকে-অভিনন্দন। শুভ জন্মদিন।

শারমিন রিনভী

সভাপতি, ইআরএফ

প্রথমে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে নিউজ নাউ বাংলার সবাইকে শুভেচ্ছা। আর এ পোর্টালের সম্পাদক শামীমা দোলাকেও শুভেচ্ছা। নারীরা যে এগিয়ে যাচ্ছে, এ এগিয়ে যাওয়াতে মনে হয়, আমি নিজেই এগিয়ে যাচ্ছি। একজন নারী হয়ে একটি পোর্টাল কে সাহসীকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে, এজন্য শামীমা দোলার প্রতি আমার অনেক গর্ব। সবাইকে অভিনন্দন। সবার সম্মিলিত প্রচেষ্টায়, এ পোর্টাল আরো এগিয়ে যাবে। আর এ পথচলায় নিউজ নাউ বাংলার পাশে আমি সবসময়ই পাশে থাকবো।

নাসিমুন আরা হক মিনু

সভাপতি, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র

অনলাইন পোর্টাল নিউজ নাউ বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক শুভেচ্ছা। ৪ বছর থেকে এ পোর্টালটি দৃড়তা আর নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে। অভিনন্দন তাদের এ পথ চলাকে। আগামী শুভ হোক।

সোহেল হায়দার চৌধুরী

সভাপতি, ডিইউজে

বাংলাদেশসহ সারাবিশ্বে তথ্যপ্রযুক্তির যে বিকাশ ঘটেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে, আমাদের সংবাদমাধ্যম। সঙ্গে অনলাইন মিডিয়াও। তাই পাঠকের কাছে দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা সর্বোপরি সবার কাছে নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠবে নিউজ নাউ বাংলা- সেই প্রত্যাশা।

সেসঙ্গে আশা, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশ, মুক্তিযুদ্ধের চেতনাকে মাথায় রেখে সবার অবদানকে সবার মাঝে ছড়িয়ে দেবে নিউজ নাউ বাংলা

নজরুল ইসলাম মিঠু

সভাপতি, ডিআরইউ

নিউজ নাউ বাংলার সবাইকে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। হাজারো অনলাইন পত্রিকার ভীড়ে এই পত্রিকাটি পাঠকের কাছে এরইমধ্যে অনেক গ্রহনযোগ্যতা পেয়েছে। আমার প্রত্যাশা মানসম্পন্ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পত্রিকাটি কখনোই আপোষ করবে না। আমি এ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

নিউজ নাউ বাংলার সম্পাদক শামীমা দোলা ও এর সঙ্গে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন। শুভ হোক পথচলা।

আবু জাফর সূর্য

সাবেক সভাপতি, ডিইউজে

শুভ জন্মদিন, অনেক শুভেচ্ছা। আগামী শুভ হোক।

মুরসালীন নোমানী

সাবেক সভাপতি, ডিআরইউ

শুভেচ্ছা ও অভিনন্দন। আরো পেশাদারিত্ব নিয়ে এগিয়ে যাবে এই প্রত্যাশা রইল।

খান মোহাম্মদ সালেক

সভাপতি, টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম

নিউজ নাউ বাংলার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। হাজারো অনলাইন পত্রিকার ভীড়ে এই পত্রিকাটি পাঠকের কাছে এরইমধ্যে জায়গা করে নিয়েছে। আমার প্রত্যাশা থাকবে মানসম্পন্ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পত্রিকাটি কখনোই আপোষ করবে না। আমি এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

মোহাম্মদ কাউছার উদ্দিন

সভাপতি, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ- টিএমজিবি

চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে নিউজ নাউ বাংলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে অভিবাদন। আগামী পথচলা শুভ হোক।

তাপসী রাবেয়া আখী

নারী বিষয়ক সম্পাদক, ডিআরইউ

 

আজ অনলাইন পোর্টাল নিউজ নাউ বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী, শুরুতেই আমি এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করি। একটু গর্ব হচ্ছে এইজন্য যে, এই প্রতিষ্ঠানের সম্পাদক একজন সাহসী, সংগ্রামী, দৃঢ় নারী। এবং সংবেদনশীল মানুষ। তার প্রতিষ্ঠানে আমার প্রিয় দুই সহকর্মী নেতৃত্বে থেকে কাজ করেন এটিও আমার দারুণ লাগে। হিংসা, পরশ্রীকাতর এই সময়ে কূটকৌশলের কারণে চাকুরিচ্যুত দুজন নারীকে নিয়ে শামীমা দোলার এ লড়াই বড় সম্মানের।

আশা করি তার এই দৃঢ়তা এই প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নেবে।

নাদিয়া শারমিন

সাংস্কৃতিক সম্পাদক, ডিআরইউ


শুভকামনা চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর। শক্তিশালী গণমাধ্যম হয়ে উঠতে প্রয়োজন সত্য বলার সাহস। প্রয়োজন জনমানুষের গণমাধ্যম হয়ে ওঠা। সততা ও নিষ্ঠার সাথে সে দায়িত্ব নিউজ নাউ বাংলা পালন করবে বলে আমি আশা করি।

Related Articles

Leave a Reply

Back to top button