খেলা

নিউজিল্যান্ডে পৌঁছাল বাংলাদেশ, রয়েছে কোয়ারেন্টিনে

নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছে গেছে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজে দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী সাত দিন কোয়ারেন্টিনে থাকার পর কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল।

বাংলাদেশের টেস্ট দলে আছেন, মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button