বিনোদুনিয়া
নায়ক সালমান যখন গায়কের ভূমিকায়!

দীর্ঘ আট বছর পর আবারও স্টুডিওতে ফিরলেন বলিউড তারকা সালমান খান।
আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘ভাইজান’ এর নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি গানেও কণ্ঠ দিতে যাচ্ছেন নায়ক। খবর: আনন্দবাজার।
জানা গেছে, সিনেমায় ‘নাইয়ো লগদা’ গানের একটি ভার্সন থাকছে। সেই সংস্করণটিতেই কণ্ঠ দেবেন অভিনেতা। গানটির সুর করবেন বলিউডের আরেক সংগীত তারকা হিমেশ রেশমিয়া।
এবারই সালমানের কণ্ঠে গান প্রথম গান নয়। এর আগেও কয়েকটি সিনেমায় গায়কের ভূমিকায় দেখা গেছে তাকে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’ সিনেমায় ‘হ্যাংওভার’ গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। পরের বছর আবার নিজের প্রযোজিত ‘হিরো’ সিনেমায় টাইটেল ট্র্যাকের একটি ভার্সনে শোনা গিয়েছিল তার গান।
আরমান মালিকের গাওয়া গানের পাশাপাশি ভাইজানের কণ্ঠে গাওয়া ভার্সনও শ্রোতাপ্রিয়তা পেয়েছিল সেই সময়।



