জাতীয়লিড স্টোরি

নারী-পুরুষে সমতার জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা: আইনমন্ত্রী

আইন করে নারী-পুরুষে সমতা আসবে এমন নয়, এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা, সেসঙ্গে এ ইস্যুতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ এলাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, নারী নির্যাতন বন্ধে অনেক আইন করা হয়েছে, উল্লেখযোগ্য নারী-শিশু নির্যাতন দমন আইন, আইনগত সহায়তা প্রদান আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন করা হয়েছে। এসব আইন করা হয়েছে নারীদের সুরক্ষার জন্য।

আনিসুল হক বলেন, ‘আমাদের সমাজ পুরুষভিত্তিক। এক সময় এই সমাজে নারীর প্রতি অনেক অত্যাচার ছিল, নির্যাতন ছিল। সমাজে এসব অপরাধ প্রতিহত করতে দেশে অনেক আইন করা হয়েছে। নারীদের সুরক্ষা দেওয়ার জন্য এসব আইন প্রয়োগ করা হচ্ছে।’

আইন থাকলেও সামাজিক সমতা না আনলে তা বাস্তবায়ন করা যাবে না বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক।

Related Articles

Leave a Reply

Back to top button