বিনোদন

নারীকে টিপ সরিয়ে প্রতিবাদ করতে বললেন জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি অন্যায়ের প্রতিবাদ করেন সবসময়। কোনো কিছুর অনিয়ম দেখলে সামনের সারিতে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় এই অভিনেত্রীকে। এবার নারীর কপালের টিপ নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

এবার তিনি ফেসবুকে লিখেছেন নারীর প্রতি সহিংসতা নিয়ে। জয়া আহসান লিখেছেন, ‘কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে।’

তিনি আরও বলেন, ‘ঘরের ভেতরেও কি আমাদের সবার ছবিটা এই রকম? দেশে প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছে। রক্তে মেখে যাচ্ছে তাদের শোভন সৌন্দর্য। স্খলিত হয়ে পড়ছে টিপ। মানুষ হিসেবে তাদের মর্যাদা খসে পড়ছে।’

প্রতিবাদ জানিয়ে জয়া বলেন, ‘আসুন, আমরা নারী নির্যাতনের প্রতিবাদ করি। কপালের টিপ সরিয়ে পরে সেলফি তুলি, আর #OddDorSelfe লিখে শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়। মেয়েরা বাঁচুক মানুষের পূর্ণ মর্যাদায়।’

সর্বশেষ জয়া আহসানের ৯ ফ্রেবুয়ারি দুই বাংলায় মুক্তি পেয়েছে দুটি ছবি। পশ্চিমবঙ্গে ‘ভূতপরী’ আর বাংলাদেশে ‘পেয়ারার সুবাস’। 

Related Articles

Leave a Reply

Back to top button