জাতীয়লিড স্টোরি

নারায়ণগঞ্জে ইভিএমে ভোটের মহড়া আজ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ আসন ও পাঁচ পৌরসভায় ইভিএমে ভোট দেয়ার প্রক্রিয়া শেখানো হবে আজ।

প্রতিটি কেন্দ্রে অন্তত দুটি ইভিএম মেশিনে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মক ভোটিং চলবে।

সশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা বলছেন, মক ভোটিংয়ের দিন সব কেন্দ্রে ইভিএম প্রদর্শন ও ভোট দেয়ার নিয়ম জানানো হবে।

নারায়ণঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শন ও মক-ভোটিংয়ের সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে এ মহড়া বেশ কাজে দেবে বলে তিনি আশা করছেন।

১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ উপ নির্বাচন এবং বাঁশখালী, নোয়াখালী, ঝিকরগাছা, নাটোর ও বাগাতিপাড়ায় ভোট রয়েছে। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে ইভিএমে।

Related Articles

Leave a Reply

Back to top button