জাতীয়

নামাজের সময় ছাড়া মসজিদে এসি বন্ধ রাখার অনুরোধ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নামাজের সময় ছাড়া মসজিদে এসি ব্যবহার না করার অনুরোধ করেছেন।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শুধু নামাজের সময় এসি চালানো যাবে। মসজিদে সব সময়ের জন্য এসি বন্ধ রাখতে বলা হয়নি। উপাসনালয়গুলোতে বিপুলসংখ্যক এসি ব্যবহার করছি আমরা, এক্ষেত্রে কিছুটা সাশ্রয়ী হওয়া দরকার বলে জানান তিনি।

এ সময় নসরুল হামিদ বলেন, অনেক জায়গায় দেখেছি, নামাজের সময় বাদেও এসি চালানো হয়। এ জন্য আমি অনুরোধ করব, একটি নির্দিষ্ট সময়ে এসি চালানোর জন্য। পরবর্তী সময়ে যতটুকু সম্ভব বিদ্যুত সাশ্রয় করুন।

Related Articles

Leave a Reply

Back to top button