ফিচারশুক্রবারের বিশেষ

নানা প্রতিকূলতার মধ্যেও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে ভ্যাকসিন ও করোনা পরামর্শ দিয়ে সেবা দিয়েছেন অনেক স্বেচ্ছাসেবকরা

তৃতীয় লিঙ্গকে সেবা দেওয়ায় অনেককে শুনতে হয়েছে কুৎসিত মন্তব্য

‘‘আমাকে বলা হয়েছিলো, তুমি নাকি হিজড়া পাড়ায় যাও ? এমনকি নিজের কাছের মানুষদের থেকেও এমন মন্তব্য শুনতে হয়েছিলো।’’ বাংলাদেশের একজন সাংবাদিক বিপ্রজিৎ চন্দ বাপ্পা, এভাবেই তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরলেন। করোনা মহামারির সময় লক ডাউনে পথের ব্যবসায় নামতে পারেনি তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠীরা, যারা নিজেদের হিজড়া বলে সম্বোধন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। করোনার সেই দূর্দিনের সময় তাঁদের পাশে স্বেচ্ছায় দাঁড়িয়েছিলো দেশের কয়েকজন গণমাধ্যমকর্মী। ভ্যাকসিন থেকে বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিদের নিয়ে ফারহানা নীলার ধারাবাহিক ৩ পর্বের  প্রতিবেদনের শেষ কিস্তি আজ।

3RD ZENDAR
সাংবাদিক বিপ্রজিৎ চন্দ বাপ্পা, স্বেচ্ছাসেবক, ফটোগ্রাফার: জাকারিয়া

রাত তখন ১০ টা। সারাদিন নিজের জীবীকার কাজ শেষে বেশ কিছু খাদ্যপণ্য ও অষুধ প্যাকেট করছিলেন কয়েকজন তরুণ। উদ্দেশ্য রাতের অন্ধকারেই এই পণ্যগুলি পৌঁছে দিতে হবে হিজড়া পাড়ার অসহায় মানুষগুলির কাছে।

করোনা মহামারির সময়ের পুরোনো চিত্র এটি। কিন্তু এখনোও সেবাদান থেকে নিজেদের সরিয়ে নেননি এই স্বেচ্ছাসেবক তরুণরা। তাঁদেরই একজন বিপ্রজিৎ চন্দ বাপ্পা জানান,‘‘ লক ডাউনের সময় আমরা কয়েকজন গণমাধ্যমকর্মীরা মিলে একটি স্বেচ্ছাসেবক দল গঠন করে নিজেরাই অসহায় মানুষদের সহায়তা করার চেষ্টা করেছিলাম। ফান্ড দিয়ে, খাদ্য পণ্য দিয়ে, ভ্যাকসিন বা করনা নিয়ে পরামর্শ দিয়ে আমরা সেবা দিয়েছি। সেভাবেই আমরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদেরকেও সেবা দেই। তৃতীয় লিঙ্গরা একসাথে একটি এলাকায় থাকে। যেখানে স্বাভাবিক মানুষদের যাতায়াত কম। সেখানে গিয়ে তাঁদেরকে ভ্যাকসিন নিতে বলেছি, করোনা হলে কি করতে হবে সে সম্পর্কে ধারণা দিয়েছি। অষুধ এবং খাবার দিয়েও সহায়তা করেছি। আর সেই বিষয়টিই ভালো চোখে দেখেননি আমাদের সমাজের কিছু মানুষ। আমাকে অনেক কুৎসিত মন্তব্য শুনতে হয়েছিলো। তবু রাতের অন্ধকারে হলেও আমরা হিজড়াদের জন্য সেবামূলক কাজটি করে গেছি।’’

 

করনা চলাকালীন সে সময়ের পুরোনো স্মৃতি তুলে ধরে হিজড়া মুন্নি আক্তার বলেন,  ‘‘দেশে লকডাউন। বাজারে যেতে পারছিনা। বের হলেও মানুষ নেই পথে। আমরা খাবো কি? পরদিন খাবার পাবো কোথায় তাই ভাবছিলাম আমরা কয়েকজন মিলে। সেই সময় হঠাৎ শুনি কয়েকজন ভাইয়া আমাদের জন্য চাল,ডাল আর অষুধ নিয়ে আসছেন। অন্তত ১৫ দিনের জন্য খাবারের চিন্তুা তো দূর হলো। শুধু তাই-ই না,উনারা আমাদেরকে মোবাইলে কিভাবে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে যেতে হবে, সেটাও শিখিয়েছিলেন। ভ্যাকসিন কেনো নিতে হবে? ভ্যাকসিন না নিলে কি হবে, সেগুলিও বলেছিলেন।’’

করোনা ভ্যাকসিন নেয়নি তৃতীয় লিঙ্গরা
মুন্নি আক্তার, ফটোগ্রাফার : নাজনীন লাকী

এই ভালো কাজের অভিজ্ঞতাকে তিক্ত অভিজ্ঞতা কেনো বলছেন, সেই প্রশ্নে জবাবে বিপ্রজিত বলেন, ‘‘আমরা যখন করনা নিয়ে সতর্ক করতে বা ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিতে এই হিজড়া এলাকায় যাই, তখন বিষয়টি জানাজানি হলে, আমাকে অনেক ট্রলের শিকার হতে হয়েছিলো। এমন মন্তব্য শুনতে হয়েছে যে, স্বাভাবিক মানুষ ভালো লাগলোনা হিজড়া পাড়ার মানুষদের সেবা দেয়া লাগলো আপনাদের ! কেউ বলেছেন, ওরা মরলেই কি, বাঁচলেই কি! আমার পরিবারে অনেকেই তখন বলে, তুমি অন্যদের সেবা দাও। কিন্তু হিজড়াদেরকে ওখানে যেওনা। আমি খুব অবাক হই যে, এখনো স্বাভাবিক মানুষরা এদেরকে আলাদা চোখে দেখে। কিন্তু আমরা রাতে গোপনে হলেও আমাদের কাজ চালিয়ে যাই। এবং এখনো আমরা তৃতীয় লিঙ্গের এই গোষ্ঠীদের জন্য কাজ করে যাচ্ছি।’’

সাংবাদিক বিপ্রজিত চন্দ বাপ্পা
সাংবাদিক বিপ্রজিৎ চন্দ বাপ্পা, ফটোগ্রাফার: নাজনীন লাকী

এবার বর্তমানের কাজের বর্ণনা দিতে গিয়ে স্বেচ্ছাসেবক এই তরুণ সাংবাদিক জানান, ‘‘আমরা তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে যোগাযোগ করি এখনোও। দু:খজনক হলো, গুরুত্ব বুঝলেও তাঁদের মধ্যে অনেকেই এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি। কারণ জানতে চাইলে তাঁরা বলেন, এখনো টিকা নিতে গেলে তাঁদেরকে ভালো দৃষ্টিতে দেখা হয়না। অনেকে নিজের হাতে টিকা দিয়ে দিতে চায়না। অনেক কটু কথা শুনায়। তাই তাঁদের টিকা কেন্দ্রে যেতেও ভালো লাগেনা ‘’

3RD ZENDAR
সাংবাদিক বিপ্রজিৎ চন্দ বাপ্পা, ফটোগ্রাফার : নাজনীন লাকী

কিন্তু আমরা থেমে নেই। এমন মন্তব্য করে বিপ্র জানান ‘‘আমরা চেষ্টা করছি, প্রয়োজনে নিজেরাই ওদের রেজিস্ট্রেশন করিয়ে টিকা কেন্দ্রে নিয়ে গিয়ে ভ্যাকসিন দেওয়াবো। ’’

3RD ZENDAR
ছবি : জাকারিয়া

আমাদের দেশে হিজড়া জনগোষ্ঠীরা বরাবরই অবহেলিত। সম্পত্তি, লেখাপড়া এমনকি চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত। তারই কিছু চিত্র তুলে ধরা হয়েছে এই তিন পর্বের প্রতিবেদনে। বিশ্ব যখন মহামারিকে ধ্বংস করতে লড়াই চালাচ্ছে, তখন কিছু মানুষের ভূলের কারনে এখনো করনা আক্রান্ত হচ্ছেন অনেকেই । সর্বশেষ ২ আগষ্ট বাংলাদেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২ জন। জুলাই ৩১ তারিখে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। আর তাই সকল মানুষদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা জরুরী। সে ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠীরা যারা এখনোও ভ্যাকসিন নেননি, তাদের দিকে নজড় দেয়া উচিত। এই বিষয়ে করনীয় নিয়ে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো: মশিউর রহমান ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম এ আজিজ  ৩টি বিষয়কেই গুরুত্ব দিয়েছেন।

তৃতীয় লিঙ্গ
তৃতীয় লিঙ্গদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবি কৃতজ্ঞতা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি

প্রথমত, সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরাও সমাজের অংশ , তারাও মানুষ আলাদা  কেউ নয়।

দ্বিতীয়ত, তৃতীয় লিঙ্গের কতজন ভ্যাকসিনের আওতায় এখনোও আসেননি,  তাঁর একটি সঠিক পরিসংখ্যান তৈরি করা প্রয়োজন।

তৃতীয়ত,  আন্তর্জাতিক ও সরকারি-বেসরকারিভাবে কাউন্সিলিং-এর মাধ্যমে,হিজড়া জনগোষ্ঠীর ভ্রান্ত ধারণা ও ভয় ভাঙতে হবে ও ভ্যাকসিনের আওতায় আনতে হবে।

ফারহানা হক নীলা

ফারহানা নীলা, নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার। সম্প্রতি তিনি ‘‘ইন্টারনিউজ লেট’স টক ভ্যাকসিন এশিয়া ফেলোশিপ’’ অর্জন করেছে। প্রতিবেদনটি এই ফেলোশিপের প্রজেক্টের আওতায় প্রকাশিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button