সাহিত্য ও বিনোদন

নাট্যকার চয়নিকা চৌধুরীও আটক হতে পারেন?

অবশেষে কি আটক হতে যাচ্ছেন নাট্যকার চয়নিকা চৌধুরীও?

পরিমনির আটকের ঘটনায় বেশ উত্তাল শোবিজ অঙ্গন। তবে পরীমনি এমন দুদর্শায় দেখা মেলেনি নাট্টনির্মাতা চয়নিকা চৌধুরীর। এ নাট্টনির্মাতাকে নিজের ‘মা’ বলে সম্বোধন করে থাকেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখাও গেছে। পরীমনির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা।
কিন্তু বুধবার পরীমনির বাসায় র‌্যাবের অভিযান থেকে শুরু করে গ্রেপ্তারের সময় পর্যন্ত আড়ালে ছিলেন চয়নিকা চৌধুরী।

অবশেষে এক গণমাধ্যমকে মুঠোফোনে তিনি জানালেন, পরীমনির ব্যক্তিগত বিষয়ে কোনো ধারণা ছিল না তার। এ নিয়ে কোনো আলাপও হয়নি পরীমনির সঙ্গে।

চয়নিকা বলেন, ‘পরীমনির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। তার সঙ্গে যে সব আলাপ হতো তার সবই কাজভিত্তিক।

এদিকে, আটকের পর বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল ৪টা ৪৫ মিনিটি র‌্যাবের সদরদপ্তরে সংবাদ সম্মেলন করা হয়েছে।

এসময় র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ৩ আগস্ট রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে শরিফুল হাসান ওরফে মিশু হাসান এবং তার সহযোগী মোঃ মাসুদুল ইসলাম ওরফে জিসানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর অভিযানে ৪ আগস্ট রাজধানীর বনানী এলাকায় বিকাল হতে রাত পর্যন্ত অভিযাল পরিচালনা করে পরীমণিকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। জানা যায়, পরিমনির সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রয়েছেন এমন একটি তাদের তালিকা রয়েছে র‌্যাবের হাতে।

র‌্যাবের এই বক্তব্যের পরই কি পরিমনির সঙ্গে ঘনিষ্টতা আড়াল করতেই চয়নিকা চৌধুরীর এমন বক্তব্য? তাহলে কি চয়নিকা চৌধুরীরও আটক হতে পারেন?

Related Articles

Leave a Reply

Back to top button