জাতীয়

নাটোরে শীতার্ত মানুষের মাঝে, সেনাবাহিনী’র কম্বল বিতরণ

নাটোরের সিংড়ার চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও ২৬ পদাতিক ব্রিগেডের ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

সোমবার (১৮ ডিসেম্বর) শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশে ৬০০ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ২৬ পদাতিক ব্রিগ্রেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: রশিদুল ইসলাম, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি এবং১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর আহমদ সাদী, পিএসসি।

শীতবস্ত্র পেয়ে সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় জনগণ। সুশৃঙ্খলভাবে কম্বল পেয়ে হাসিমুখে বাড়িতে ফিরে যান তারা।

Related Articles

Leave a Reply

Back to top button