খেলা

নাটকীয়তায় ভরা শেষ ওভারে মাত্র ১ রানে হারলো পাকিস্তান

জিম্বাবুয়ের বোলার ব্রাড ইভান্সের ম্যাজিকের সাথে উইকেটকিপার রেজিস চাকাভার দৃঢ়তায় শেষ ওভারের শেষ বলে নাটকীয়ভাবে ১ রানের জয় পায় জিম্বাবুয়ে। হেরে যায় পাকিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১২৯ রানে থামতে বাধ্য হয়েছে পাকিস্তান।

এর আগে, চিরপ্রতিদ্বন্দী ভারতের কাছে শেষ ওভারের নাটকীয়তায় হারে বাবর আজমের দল।

১৩০ রানের স্বল্প পুঁজি নিয়েও রীতিমতো পাকিস্তানকে কাঁদিয়ে ছেড়েছে জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং তোপে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে এই রান তোলে ক্রেগ আরভিনের দল।

প্রথমে মনে হয়েছিল স্বল্প রানের টার্গেট খুব সহজেই উতরে যাবে বাবর আজমের দল। কিন্তু মাঠের খেলাই যেখানে শেষ কথা সেখানে মনে হওয়ায় কিছু যায় আসে না।

ব্রাডস ইভান বাবর আজমকে ফেরানোর পর ব্লেসিং মুজারাবানি ফেরান রিজওয়ানকে। ভাঙনের পর হাল ধরার চেষ্টা করেন শান মাসুদ। লুক জংয়ের শিকার হয়ে ফেরেন ইফতেখার। শাদাব খানকে ফিরিয়েছেন সিকান্দার রাজা।

হায়দার আলির পর থিতু হওয়া শান মাসুদকেও ফেরান সিকান্দার। তারপর চলে মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে মোহাম্মদ নওয়াজের ম্যাচ বাঁচানোর চেষ্টা।

বোলিংয়ে সিকান্দার রাজার ৩ উইকেটের সাথে ব্রাড ইভান্সের শিকার ২টি। এছাড়া একটি করে উইকেট পান মুজারাবানি ও লুক জংউই।

Related Articles

Leave a Reply

Back to top button