নাচতে গিয়ে পড়ে গেলেন শহিদ কাপুর

নাচের তালে হঠাৎ পড়ে যান শহিদ কাপুর; থমকে যায় নৃত্যের তাল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে ফের নাচতে শুরু করেন শহিদ কাপুর।
ইতোমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ ঘটনা ঘটে, ভারতের গোয়ায় সোমবার থেকে শুরু হয়েছে ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। এ অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে অভিনেতা শহিদ কাপুর মঞ্চে হঠাৎ পড়ে যান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নাচতে নাচতে ঘুরে দাঁড়াতেই হঠাৎ মঞ্চ থেকে নিচে পড়ে যান শহিদ। যদিও অপ্রস্তুত পরিস্থিতি তৈরি হওয়ার আগেই নিজেই দ্রুত উঠে পড়ে পারফরম্যান্স শেষ করেন। ইতোমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যাচ্ছে, পরনে লেদারের কালো পোশাক, ছোট করে চুল কাটা, চোখে রোদচশমায় মঞ্চে নিজের ছবির সব হিট গানের সঙ্গে নাচছেন শহিদ। তাকে ঘিরে রয়েছেন বেশ কিছু নৃত্যশিল্পী। ঠিক সেই সময় মঞ্চে হঠাৎই পড়ে যান অভিনেতা। কিন্তু অপ্রস্তুত হওয়ার আগেই ঘুরে গিয়ে আবার নাচতে শুরু করে দেন তিনি।
শহিদ কাপুরের নতুন সিনেমা ‘দেবা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৪-এর ১১ অক্টোবর।