জাতীয়

নাগরিকদের নৌপথে ফিরিয়ে নিতে অগ্রাধিকার দিচ্ছে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের নৌপথে নিয়ে যাওয়ার বিষয়ে দেশটি অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, গতকাল এবং আজ মিয়ানমার সীমান্ত অতিক্রম করে এ পর্যন্ত ২২৯ জন বিজিপি এসেছে। এরমধ্যে আর এসেছে কি না জানি না, তবে আসার সম্ভাবনা আছে। তারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। এবং কয়েকজন আহত। তাদের প্রাথমিকভাবে কক্সবাজারে, পরে চট্টগ্রাম শহরে হস্তান্তর করা হয়েছে। তাদের মর্টারশেল আমাদের দেশের অভ্যন্তরে পড়েছে ৩০টির মতো এবং দুজন নিহত হয়েছে। আজ মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল। ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাদের অভ্যন্তরীণ যে সংঘাত সেটির কারণে আমাদের দেশের অভ্যন্তরে তাদের মানুষের প্রবেশ, একই সঙ্গে তাদের গোলাবারুদ আমাদের এখানে এসে পড়া এবং আমাদের দেশের মানুষের আহত-নিহত হওয়ার বিষয়ে তাদের প্রতিবাদ জানানো হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে যেখানে আমরা কাজ করছি সে প্রেক্ষাপটে এ ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। এটা আমরা জানিয়েছি।

আজ বাংলাদেশে প্রবেশ করাদের মধ্যে বিজিপি সদস্য ছাড়াও কয়েকজন সেনাবাহিনীর সদস্য ও সিভিলিয়ান আছে। বেসামরিক মানুষদের কেন আমরা ঢুকতে দিচ্ছি? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে বিজিপি সদস্যদের যারা পরিবারসহ থাকতো তারা এসেছে। তার বাইরে কেউ নয়।

সে এলাকায় আমাদের স্কুল বন্ধ করতে হয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়ে আজ আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। এটি গ্রহণযোগ্য নয়, সেটি জানিয়েছি। মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের কাছে আমাদের কড়া প্রতিবাদের বার্তাটি পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। তারা তাদের নাগরিকদের নিয়ে যাবে মর্মে আলাপ-আলোচনায় আছেন। এখন কীভাবে নিয়ে যাবে? এখন পর্যন্ত তারা প্রেফার (অগ্রাধিকার) করছে নৌরুট।

Related Articles

Leave a Reply

Back to top button