আন্তর্জাতিক

নাগরিকত্ব আইন: বিক্ষোভকারীদের সম্পদ বাজেয়াপ্তের হুমকি যোগীর

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ তীব্র হচ্ছে। গতকালও কর্নাটক, লখনৌ, দিল্লীসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। কর্নাটকের ম্যাঙ্গালুরুতে ২ জন ও উত্তর প্রদেশের লখনৌতে নিহত হয়েছে ১ জন। ঘটনার পর দেশব্যাপী নিরাপত্তা জোরদার করেছে সরকার।

ম্যাঙ্গালুরুতে জারি করা হয়েছে কারফিউ। লখনৌ, দিল্লিসহ বেশকয়েকটি শহরে ১৪৪ ধারা জারির পাশাপাশি বন্ধ রয়েছে মোবাইল ও ইন্টারনেট সেবা। বিক্ষোভকারীদের সম্পদ বাজেয়াপ্ত করার হুমকি দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারত জুড়েই ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। ক্ষোভ আর প্রতিবাদের ঝড় সহিংসতায় রুপ নিয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১০ রাজ্যের ১৩টিরও বেশি শহরে পুলিশি নিষেধাজ্ঞা ভেঙে রাস্তায় নামে বিক্ষুব্ধরা। কর্নাটকের ম্যাঙ্গালুরু দিনভর বিক্ষোভে উত্তাল ছিলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ। নিহত হয় দু’জন। আহত হয়েছে ৩০ জন।

রোববার পর্যন্ত পুরো শহরে কারফিউ জারি করা হয়েছে। ৪৮ ঘণ্টার জন্য বন্ধ ইন্টারনেট সেবা। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে আটক করা হয় শতাধিক মানুষকে। জারি রয়েছে ১৪৪ ধারা। সংঘর্ষের পর গোটা শহরে থমথমে অবস্থা।

উত্তর প্রদেশের লখনৌসহ বিভিন্ন শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে, গাড়ীতে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় ১ জন। এসব ঘটনার পর পুরো ভারতেই নিরাপত্তা জোরদার করেছে সরকার। চলছে কড়া পুলিশী নজরদারি।

বিক্ষোভকারীদের হুঁশিয়ার করছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকারের ক্ষতি পূরণে প্রয়োজনে বিক্ষোভকারীদের সম্পত্তি নিলাম নেয়ার ঘোষণা দেন যোগী। এদিকে এখন অনেকটাই শান্ত হয়ে এসেছে পশ্চিমবঙ্গ। নাগরিকত্ব আইন ও এনআরসি কোনটাই প্রয়োগ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এতো বিক্ষোভের পরও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া নেই।

Related Articles

Leave a Reply

Back to top button