আন্তর্জাতিক

নাগরিকত্ব আইন: অশান্ত ভারত, দিল্লীতে ১৪৪ ধারা

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে অশান্ত দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লির উত্তর-পূর্ব অঞ্চলে জারি করা হয়েছে ১৪৪ ধারা। চলমান বিক্ষোভের জেরে সরকারি সম্পত্তি নষ্ট করলে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় রেল-উপমন্ত্রী। এদিকে আইনের বৈধতা খতিয়ে দেখতে কেন্দ্র সরকারকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ বেড়েই চলেছে ভারতে। দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তর-পূর্ব দিল্লিতে। রাস্তায় নামে ২ হাজারেরও বেশি বিক্ষোভকারী। সিলামপুরে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। গাড়ি ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ওইসব এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
চলমান এ প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই সরকারি সম্পত্তি নষ্ট করলে তাদের দেখামাত্র গুলি করার হুশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় রেল উপমন্ত্রী সুরেশ অঙ্গদি।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যও নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি বলেন, ভোটার কার্ড থাকা মানেই নাগরিকত্বের প্রমাণ নয়। এনআরসিতে নাম থাকলেই ভারতের নাগরিক হবে উল্লেখ করে দ্রুত এনআরসি বাস্তবায়নের তাগিদ দেন।
অন্যদিকে নাগরিকত্ব সংশোধন আইন স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট। তবে আইনের বৈধতা খতিয়ে দেখতে কেন্দ্র সরকারকে নোটিশ দিয়েছে আদালত। এ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি ২২ জানুয়ারী।

Related Articles

Leave a Reply

Back to top button