নাইজারে মসজিদে হামলা, নিহত ৪৪

নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে ভয়াবহ হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৩ জন। শুক্রবার কোকোরু শহরের ফনবিতা গ্রামে এ হামলা চালানো হয় বলে দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী মোহামেদ তৌমবা জানিয়েছেন।
শনিবার (২২ মার্চ) আলাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হামলাকারীরা ইসলামিক স্টেট ইন দ্য গ্রেটার সাহারা (আইএসজিএস) গ্রুপের সদস্য বলে জানা গেছে। তারা ঐ মসজিদে প্রবেশ করে এবং নামাজে আসা মানুষদের টার্গেট করে হামলা চালায়।
হামলায় আহত ১৩ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। সরকার এই হামলাকে অমানবিক ও নিষ্ঠুর বলে নিন্দা জানিয়েছে এবং এই অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এ ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানাতে নাইজার সরকার শনিবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। সারাদেশে পতাকা অর্ধনমিত থাকবে এবং পাবলিক ইভেন্টগুলোও সীমিত করা হবে।
নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বিশেষত মালি ও বুরকিনা ফাসো সীমান্তবর্তী এলাকা গত কয়েক বছরে সন্ত্রাসী হামলার লক্ষ্য হয়ে উঠেছে। আইএসজিএস গ্রুপসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী ঐ অঞ্চলের অস্থিতিশীলতা করতে হামলা চালাচ্ছে।
এখন পর্যন্ত হামলার দায় কোনো গ্রুপ স্বীকার করেনি। তবে সরকারের দাবি, আইএসজিএস এই হামলা চালিয়েছে। সূত্র: আলাদোলু এজেন্সি