আন্তর্জাতিক

নভেল করোনা ভাইরাস এবার নিউইয়র্কে

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস থাবা দিয়েছে এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।  দেশটির স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৭ জন আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। ওয়াশিংটন রাজ্যে ১ জন সহ মৃতের সংখ্যা এ পর্যন্ত দুইজন।

এদিকে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে নিউইয়র্ক রাজ্য গভর্নর এন্ড্রু ক্যুমো নিউইয়র্ক সিটির এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন। ভাইরাসে আক্রান্ত নারী নিউইয়র্ক সিটির ম্যানহাটনের বাসিন্দা। তিনি ইরান সফরে গিয়েছেন অনেক আগে । তার দেহে মরণব্যাধি এই করোনা ভাইরাস কিভাবে প্রবেশ করলো; এ বিষয়ে গবেষণা চলছে। বর্তমানে ওই নারীকে ম্যানহাটনে তার নিজের অ্যাপার্টমেন্টেই রাখা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সানফ্রান্সিসকোসহ কয়েকটি শহরে জারি করা হয়েছে স্বাস্থ্যগত জরুরি অবস্থা। এ অবস্থার পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংএ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ সতর্কতার কথা জানিয়ে কয়েকটি আক্রান্ত দেশে ভ্রমণে নিষেধাজ্ঞার কথা জানান।

 

Related Articles

Leave a Reply

Back to top button