আন্তর্জাতিক

নভেম্বর থেকে টিকাপ্রাপ্তদের জন্য উন্মুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন থেকে পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীরা প্রায় দেড় বছর পর যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন চলতি বছরের নভেম্বর থেকে। সূত্র: নিউইয়র্ক টাইমস

গতকাল সোমবার, হোয়াইট হাউসের কোভিড-১৯ সমন্বয়ক জেফ জিয়েন্টস নতুন আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থার ঘোষণা দেন। তিনি বলেন, পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের জন্য উন্মুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের দুয়ার।

এছাড়াও হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, এ বছরের নভেম্বর থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবে। তবে করোনা পরীক্ষা এবং কন্টাক্ট ট্রেসিংয়ের মধ্য দিয়ে যেতে হবে তাদের।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Related Articles

Leave a Reply

Back to top button