বিনোদুনিয়া

নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন হৃত্বিক-সাবা!

বলিউড হার্টথ্রুব নায়ক  হৃত্বিক রোশন ও সাবা আজাদের প্রেমের কথা সবারই জানা। কিন্তু নতুন খবর হলো, আগামী নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন এই প্রেমিকযুগল। বলিউড নিউজ নামে ফেরিফায়েড একটি টুইটার অ্যাকাউন্টে এসব তথ্য জানানো হয়েছে; যা এখন নেটদুনিয়ায় ভাইরাল। যদিও এখনও কোনো মন্তব্য করেননি হৃত্বিক কিংবা সাবা।
হৃত্বিকের পরবর্তী সিনেমা ‘ফাইটার’। আর সিনেমার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট একজন ভারতীয় এক গণমাধ্যমকে বলেছিলেন, ‘হৃত্বিক-সাবার দারুণ সম্পর্ক। তারা সম্পর্কটিকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। এতে তাদের পরিবারও খুশি। তা ছাড়া হৃত্বিকের দুই ছেলের সঙ্গে সাবার সম্পর্কও ভালো। সম্প্রতি দুই পুত্র ও সাবাকে নিয়ে সুইজারল্যান্ডে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন হৃত্বিক।’
এর আগে সুজানা খানের সঙ্গে হৃত্বিকের বিয়ে হয়েছিল। তাদের দুই পুত্রসন্তান রয়েছে। কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়। তবে একসঙ্গে দুই ছেলের দেখভাল করেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button