জাতীয়

নভেম্বরে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বিদ্যুৎ পরিস্থিতি সাময়িক। আশা করছি, নভেম্বরে পরিস্থিতির উন্নতি হতে পারে। নভেম্বরে শীত শুরুর পর লোডশেডিং কমতে পারে।’

বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফাম আয়োজিত বাংলাদেশ ‘এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা’ শীর্ষক সংলাপে তিনি একথা বলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন উন্নত প্রযুক্তি ও ব্যাপক বিনিয়োগ। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে দায়িত্বশীল অবদান রাখতে হবে। বিকল্প উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনকে সরকার সব সময় উৎসাহিত করে।

তিনি বলেন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির দক্ষ ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক মডেল দেওয়া হয়েছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, শিল্প কারখানাগুলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায়। উচ্চমূল্যে গ্যাস আনলেও ব্যবসায়ীদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া যাবে কিনা এ বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। এছাড়া আগামী এক বছরের মধ্যে এক হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ আসবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিদ্যুৎ বিপর্যয়ের সঙ্গে জড়িত কিছু লোক চিহ্নিত হয়েছে। তবে সরবরাহ প্রতিষ্ঠানের ব্যাপারেও তদন্ত চলছে।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পরিচালক নাফিজ-উদ-দৌলা ও অক্সফাম বাংলাদেশের অনুষ্ঠান পরিচালক মাহমুদা সুলতানা বক্তব্য দেন।

Related Articles

Leave a Reply

Back to top button