
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সন্ত্রাসী হামলায় দুজন নিহত ও একজন আহত হওয়ার চারদিন পর মামলা পাল্টামামলা হয়েছে। বুধবার (৫ অক্টোবর) রাতে নবীনগর থানায় এই মামলা হয়েছে।
একটি মামলার বাদী হয়েছেন নিহত শিপন মিয়ার মা, এলাকার কুখ্যাত মনেক ডাকাতের স্ত্রী আনোয়ারা বেগম। এই হত্যা মামলায় ঢাকায় কর্মরত পুলিশের ডিসি বিল্লাল হোসেনের আপন ছোট ভাই গুলিবিদ্ধ গুরুতর আহত এমরান হোসেন মাস্টারকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়াও মামলাটিতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।
অপর মামলাটির বাদী হয়েছেন ঢাকায় চিকিৎসাধীন গুলিবিদ্ধ এমরান মাস্টারের চাচাতো ভাই হাসিবুর রহমান। এই মামলায় নিহত শিপনের বাবা বহু মামলার আসামি কুখ্যাত মনেক ডাকাতকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়াও এই মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বৃহস্পতিবার
(৬ নভেম্বর) সকালে সাংবাদিকদের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি মামলাই নেওয়াই হয়েছে।
এখন সুষ্ঠু তদন্ত করে এ বিষযে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে দুই মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলেও জানান ওসি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজার সংলগ্ন বাজারে স্থানীয় একটি হোটেলে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে এলাকার কুখ্যাত ডাকাত মোন্নাফ মিয়া ওরফে মনেক ডাকাতের ছেলে শিপন মিয়া (৩০) সন্ত্রাসী হামলায় আক্রান্ত হন।
ওই সময় আচমকা থোল্লাকান্দি গ্রামের রিফাতের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হোটেলটিতে গুলি করতে করতে ঢুকে।
সে সময় শিপন মিয়া (৩০) এবং হোটেলের দুই কর্মচারী ইয়াছিন (২০) ও নূর আলম (১৮) গুলিবিদ্ধ হন। তাদের ঢাকায় পাঠানো হলে ওই দিনই ভোর রাতে গুলিবিদ্ধ শিপন মিয়া ও পর দিন ইয়াছিন মিয়া মারা যান।
এদিকে মনেক ডাকাতের ছেলে শিপনকে সন্ত্রাসীরা গুলি করেছে- এই খবর মনেক ডাকাতের বাড়ি পার্শ্ববর্তী নূরজাহানপুর গ্রামে ছড়িয়ে পড়লে মনেকের নেতৃত্বে বিক্ষুব্ধ লোকজন সশস্ত্র অবস্থায় গণিশাহ মাজারের অদূরে তালতলায় গিয়ে হামলাকারী রিফাতের চাচাতো ভাই স্থানীয় এমরান হোসেন মাস্টারের অফিসে হামলা চালায়। এসময় মনেকের সশস্ত্র লোকজন এমরান মাস্টারকে (৪২) বেধড়ক পিটিয়ে গুলি করে। বর্তমানে গুলিবিদ্ধ এমরান মাস্টার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে।
পুলিশ জানায়, কুখ্যাত মনেক ডাকাত ও তার ছেলে শিপন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত ছিল। তাদের সঙ্গে থোল্লাকান্দি গ্রামের রিফাত ও তার সহযোগীদের ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। সম্প্রতি অবৈধ ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে শিপন ও রিফাতের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই (৩১ অক্টোবর) রাতে রিফাতের নেতৃত্বে সশস্ত্র হামলাকারীরা গণিশাহ মাজারসংলগ্ন হোটেলে ঢুকে শিপনের ওপর গুলি চালায়।
নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, শিপনকে গুলি করে রিফাত, যিনি থোল্লাকান্দি গ্রামের বাসিন্দা এবং এমরান মাস্টারের আত্মীয়। ফলে শিপন গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে মনেক ডাকাতের অনুসারীরা এমরান মাস্টারের অফিসে হামলা চালিয়ে তাকে বেধড়ক পেটায় ও গুলি করেছে বলে শুনেছি।



